শিরোনাম
শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

ছবি : মঞ্জুরুল আলম

সমস্যা

নিয়মিত চুলের পরিচর্যা বজায় রেখেছি। কিন্তু হঠাৎ করে আমার চুল ঝরে যাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। করণীয় কী?

মুকাররমা আহনাফ, ঢাকা।

সমাধান

এই ধরনের সমস্যায় চুলের যত্নে জিনজার ওয়েল খুব উপকারী। বাজার থেকে ভালো ব্রান্ডের একটি জিনজার অয়েল কিনে চুলে নিয়মিত ব্যবহার করতে পারেন। চাইলে নিজ হাতেও তৈরি করে নিতে পারেন অসাধারণ উপকারী এই তেলটি। সে জন্য লাগবে ৩০-৫০ গ্রাম আদা বাটা আর ৫০ গ্রাম খাঁটি নারিকেল তেল। তেলটি হালকা গরম করে এর মধ্যে পুরো আদার রস ভালো করে মিশিয়ে নিন। এবার একটি বোতলে ভরে ফ্রিজে দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে। প্রতিবার এই তেলটি ব্যবহারের আগে সামান্য গরম করে নিতে হবে। ভালো ফল পেতে সপ্তাহে দুইবার মাথার ত্বকে তেলটি আলতো হাতে ঘষে লাগিয়ে নিন। তারপর কমপক্ষে দুই ঘণ্টা রেখে নিয়মিত ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। জিনজার অয়েল আপনার চুল পড়া উল্লেখযোগ্য হারে কমিয়ে দেবে। চুলের গোড়া শক্ত করে চুলকে করবে আরও উজ্জ্বল ও ঝলমলে। নতুন চুল গজাতেও সাহায্য করে এই তেলটি।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর