শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

টমেটোর গুণাগুণ

টমেটোর গুণাগুণ

সুস্বাদু ও পুষ্টির জন্য গোটা বিশ্বেই টমেটো সমাদৃত। এছাড়া টমেটোতে থাকা ভিটামিন এবিসিকে, ক্যালসিয়াম, পটাসিয়াম, লাইকোপিন, ক্রোমিয়াম পুষ্টি উপাদান দেহের জন্য প্রয়োজনীয়—

১. উদ্ভিদবিদ্যায় টমেটো একটি ফল কিন্তু মার্কিন সুপ্রিমকোর্টের রায়ে বলা হয়েছে টমেটো একটি সবজি। ২. টমেটো নিউ জার্সির প্রধান সবজি এবং আরকানের প্রধান ফল ও সবজি। ৩. আমেরিকায় পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের টমেটোটি উৎপাদিত হয়েছে, যার ওজন প্রায় ৩.১৫ কেজি। ৪. ক্যালিফোর্নিয়ায় পৃথিবীর প্রায় অর্ধেক টমেটো উৎপাদিত হয়। ৫. ঘনত্বের ওপর নির্ভর করে আধা ইঞ্চি টমেটো সস বোতলে ভরতে এক সেকেন্ড সময় লাগে। ৬. টমেটো জুস ওহিওর একটি রাষ্ট্রীয় পানীয়। ৭. একজন ব্যক্তির জন্য একটি টমেটো গাছ ১৫ কেজি টমেটো উৎপাদন করতে পারে। ৮. টমেটো ক্যান্সার থেকে রক্ষা করে।

—হেলথ জার্নাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর