শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জেনে রাখা ভালো

দুপুরের খাবার—

 যারা দুপুরে ভারি খাবার

গ্রহণ করেন তাদের জন্য ভাত, প্রচুর শাকসবজি, ছোট-বড় মাছের হালকা রান্না, ডালসহ গোশত, ডিম অভ্যাস মতো খেতে পারেন। যাই খান না কেন সালাদ কিন্তু থাকবেই। যারা দুপুরে হালকা খাবার গ্রহণ করেন তাদের জন্য বড় সুবিধা হলো প্রচুর পরিমাণ ফল যেমন- তরমুজ, আম, কাঁঠাল, শসা, কলা, লিচু, জামরুল খাবেন। নুডুলস খেতে পারেন।

সন্ধ্যার খাবার—

সন্ধ্যায় শরবত বা চা-কফির পাশাপাশি রসালো ফল— তরমুজ, জামরুল, শসা খেতে পারেন। সে সময়  দুধের

তৈরি  প্রয়োজন মতো মিষ্টিও খেতে পারেন।

গরমে রাতের খাবার—

গরমে রাতের খাবার হবে খুবই সহজ। ভাত বা রুটি, সঙ্গে মাছ, সবজি, ডাল বা দুধ-আম খেতে পারেন অল্প পরিমাণে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর