শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জেনে রাখা ভালো

স্বাস্থ্য ডেস্ক

অ্যান্ড্রোজেনিক হরমোন- যেমন টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্ট্রেনিডিয়ন, ডিহাই ড্রোএপিঅ্যান্ড্রোস্তেরন হরমোনগুলো সাধারণত পুরুষের বেশি ও মহিলাদের কম পরিমাণে থাকে। এ হরমোন-গুলো হেয়ার ফলিকলের ওপর কাজ করে ও চুল পড়া ত্বরান্বিত করে। সে কারণে পুরুষের চুল বেশি পড়ে। তবে সবারই যে পড়বে তা নয়, যাদের এসব হরমোনের প্রভাব বেশি তাদের বেশি করে চুল পড়ে। বংশগত কারণেও চুল পড়তে পারে। পুরুষের চুল পড়া বা টাক পড়া সাধারণত ১৮ বছর থেকেই শুরু হতে পারে। এটিকে বলে মেল প্যাটার্ন অব হেয়ার লস বা পুরুষালি টাক। অর্থাৎ কপাল থেকে শুরু করে পেছন দিকে চুল উঠতে থাকে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর