ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) এবং ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (ডিইএন)-এর আওতাধীন বিটিইবি অনুমোদিত পলিটেকনিক, ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২৯ আগস্ট, ২০২৫ ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)-এর মধ্যে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুমোদিত প্রতিষ্ঠনগুলো হচ্ছে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই), ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই), ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি), বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডিআইইটি)। এই চুক্তির লক্ষ্য হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইউসেটে উচ্চশিক্ষা গ্রহণের পথ সুগম করা।