শিক্ষান্তরের প্রতিটি ধাপে উত্তীর্ণ হয়ে একজন শিক্ষার্থীর স্বপ্ন থাকে উচ্চশিক্ষা অর্জন। উচ্চশিক্ষার একমাত্র মাধ্যম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় একটি দেশের দর্শন, মুক্তবুদ্ধির চর্চাকেন্দ্র। আধুনিক শিক্ষা হতে হবে উৎপাদনমুখী, বাজার চাহিদা ও প্রযুক্তিমুখী। বুদ্ধিবৃত্তির চর্চার এই সংকল্পে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)। ইউজিসি তথা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের যাবতীয় নিয়মকানুন মেনে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করায় ১১ অক্টোবর ২০২১ সালে এডাস্ট স্থায়ী সনদ লাভ করে, যা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে আরও গতিশীল ও দায়বদ্ধ করেছে। স্থায়ী সনদপ্রাপ্ত এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকেই গুণগত শিক্ষা বিস্তারের জন্য বদ্ধপরিকর। রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরে অবস্থিত এই ক্যাম্পাস মেট্রোরেলসংলগ্ন হওয়ায় যাতায়াত সহজসাধ্য। এডাস্টে পাঁচটি অনুষদে মোট ১৪টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম চালু রয়েছে। ক্লাসরুম, ল্যাবরেটরি, অডিটরিয়াম, খেলার মাঠ, লাইব্রেরি, কমন রুমসহ শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করার জন্য সব প্রকার সুব্যবস্থা রয়েছে। শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য এডাস্টে আছেন একদল দক্ষ, মেধাবী ও উচ্চতর ডিগ্রিধারী তরুণ ও অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মেধা ও মননের বিকাশে এডাস্টে আয়োজিত হয় বিষয়ভিত্তিক সেমিনার, ক্যারিয়ার গাইডলাইন ওয়ার্কশপ, প্রোগ্রামিং কনটেস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর। সহশিক্ষা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য রয়েছে ডিবেট ক্লাব, স্পোর্টস ক্লাব, কালচারাল ক্লাব, রোভার-স্কাউট, রোবো-ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ক্যারিয়ার ক্লাবসহ মোট ১৪টি ক্লাব। করোনাকালে সংকটময় পরিস্থিতিতে পাঠদান অনলাইনে চালু হওয়ায় যে কোনো পরিস্থিতিতে এডাস্টের পাঠদান অব্যাহত রয়েছে। পরিস্থিতি অনুযায়ী অফলাইন ও অনলাইন উভয় প্রক্রিয়ায় ব্রেন্ডেড পদ্ধতিতে পাঠদান কর্মসূচি চালু থাকায় শিক্ষার্থীরা যথাসময়ে কাক্সিক্ষত ডিগ্রি অর্জন করতে পারছেন। উন্নত বিশ্বের সমান্তরালে এগিয়ে যেতে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা কার্যক্রম ও কারিকুলামে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এনেছে এডাস্ট। আউটকাম বেজড এডুকেশন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় বিশ্বমানের শিক্ষা নিশ্চিত হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু রয়েছে। এ ছাড়াও সিএসই, ইইই, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রতি বছর দক্ষ গ্র্যাজুয়েটরা সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তুলছে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখছে। বিশ্ববিদ্যালয় জীবন প্রতিটি শিক্ষার্থীর একটি স্বপ্ন। কেবল ডিগ্রি অর্জন নয়, শিক্ষার্থীরা যেন মানবিক গুণাবলিসম্পন্ন দক্ষ ও সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে সেটিই এডাস্টের মূল লক্ষ্য।
শিরোনাম
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দক্ষ জনশক্তি ও সুনাগরিক গড়ার দৃঢ় প্রত্যয়
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর