বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

৩৫৫ কোটি টাকা ব্যয়ে স্টিল সাইলো হচ্ছে খুলনায়

ধারণ ক্ষমতা ৭৬ হাজার ২০০ মেট্রিক টন

সামছুজ্জামান শাহীন, খুলনা

৩৫৫ কোটি টাকা ব্যয়ে স্টিল সাইলো হচ্ছে খুলনায়

সরকারি পর্যায়ে খাদ্য মজুদ সক্ষমতা বৃদ্ধিতে খুলনার মহেশ্বরপাশায় আধুনিক খাদ্য সংরক্ষণাগার বা সাইলো নির্মাণ কাজ শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। বর্তমানে মহেশ্বরপাশা সিএসডির অভ্যন্তরে মূল ফাউন্ডেশনের পাইলিং, পাইল ক্যাপ, কলাম নির্মাণ কাজ চলছে। এর আগে প্রথম পর্যায়ে ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর ও দ্বিতল অফিস ভবন নির্মাণ করা হয়। সাইলো নির্মাণ প্রকল্প ব্যয় প্রায় ৩৫৫ কোটি ৯১ লাখ টাকা। কাজের সার্বিক অগ্রগতি ২০ শতাংশ।  প্রকল্প ব্যবস্থাপক (সমন্বয়ক) বিমল ভুঁইয়া জানান, চলতি বছরের জানুয়ারিতে মূল সাইলোর নির্মাণ কাজ শুরু হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে সাইলো ও জেটিসহ অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে। তিনি বলেন, এখানে স্টিলের তৈরি ছয়টি বিন (বিশাল পাত্র) থাকবে। যার প্রতিটির ধারণক্ষমতা ১২ হাজার ৭০০ মেট্রিক টন। ছয়টি বিনে মোট ৭৬ হাজার ২০০ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ করা যাবে। জানা যায়, ২০১৬ সালে প্রকল্প এলাকায় অবকাঠামো নির্মাণ কাজ শুরু হলেও পরে ড্রয়িং, ডিজাইন, বিশ্বব্যাংকের অর্থায়ন, কনসালটেন্ট (পরামর্শক) নিয়োগসহ নানা কারণে দ্বিতীয় পর্যায়ে মূল সাইলো নির্মাণ কাজে বিলম্বিত হয়। ২০২১ সালের ২৮ মার্চ প্যাকেজের আওতায় গম সংরক্ষণে সাইলো নির্মাণ কাজের উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। চূড়ান্ত মূল্যায়ন শেষে চলতি বছরের ১২ জানুয়ারি এএল তুনতাস মিল-জেভি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ১১ ডিসেম্বর সাইলো নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা।

প্রকল্প কর্মকর্তারা বলছেন, সরকারি পর্যায়ে কৌশলগত খাদ্য মজুদ সক্ষমতা বৃদ্ধি, খাদ্যশস্য ও বীজ সংরক্ষণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা সুরক্ষা, খাদ্যশস্যের গুণগত মান বজায় রাখা ও দুর্যোগ পরবর্তী খাদ্যশস্যের প্রয়োজন মেটাতে আধুনিক সাইলো নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় ভৈরব নদীর তীরে মহেশ্বরপাশা এলাকায় ৭ দশমিক ৪৪ একর জায়গার ওপর স্টিল সাইলো নির্মিত হবে। কাজের গুণগত মান তদারকিতে ইনোফেয়ার এমইপিসি জয়েন্ট ভেনচার নামের প্রতিষ্ঠানকে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে খাদ্য অধিদফতর খাদ্য সংরক্ষণ নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ৫৩ লাখ ৫ হাজার ৫০০ টন ধারণক্ষমতা বিশিষ্ট আটটি স্টিল (ছয়টি চাল ও দুটি গম) সাইলো নির্মাণ করছে সরকার। ইতোমধ্যে প্রকল্পের আওতায় মধুপুরে রাইস সাইলো, ময়মনসিংহে রাইস সাইলো ও আশুগঞ্জে রাইস সাইলোর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে।

সর্বশেষ খবর