মোবাইল ফোন অপারেটর রবি ও বাংলালিংক ডিজিটাল ওয়ালেট বা ই-ওয়ালেট সেবা চালু করতে যাচ্ছে। এই লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্সের জন্য আবেদন করেছে। রবি ‘স্মার্ট পে’ এবং বাংলালিংক ‘নিউ পিএসপি’ নামে পৃথক কোম্পানি গঠন করে গত বছরের ডিসেম্বরে আবেদন জমা দেয়। বাংলাদেশ ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমানে আবেদন যাচাইবাছাই চলছে এবং সব আনুষ্ঠানিকতা শেষে আগামী জুলাই মাসে তাদের প্রাথমিক অনুমোদন (এনওসি) দেওয়া হতে পারে। এনওসি পাওয়ার পর শর্ত পূরণ করলেই প্রতিষ্ঠান দুটি পূর্ণাঙ্গ পিএসপি লাইসেন্স পাবে। রবি ও বাংলালিংকের কর্মকর্তারা জানান, তারা সাধারণ পেমেন্ট সেবার বাইরেও ভিন্নধর্মী সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও সহজে ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা পৌঁছে দিতে চান। ক্যাশলেস লেনদেনের প্রতি গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠান দুটি এজেন্ট ভিত্তিক কার্যক্রম পরিচালনার চিন্তা করছে, যার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পৃথক অনুমোদন নিতে হবে। ডিজিটাল ওয়ালেট পরিচালনার পূর্ণাঙ্গ লাইসেন্স পেতে হলে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে : প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন ২০ কোটি টাকায় উন্নীত করে তা বজায় রাখা। অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নির্ধারিত নীতিমালা বাস্তবায়ন। তথ্য ও প্রযুক্তি নিরাপত্তা সংক্রান্ত মানদণ্ড মেনে চলা। সফটওয়্যারের গুণগত মান ও দুর্বলতা মূল্যায়ন সম্পন্ন করা। সুনির্দিষ্ট ডেটা ব্যাকআপ নীতিমালা প্রণয়ন ও কার্যকর করা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘রবি ও বাংলালিংক যথাযথ কাগজপত্র দাখিল করেছে। যাচাই শেষে শিগগিরই তারা এনওসি পাবে।’ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে আইপে সিস্টেমস, ডি মানি বাংলাদেশ, রিকারশন ফিনটেক, সমাধানসহ মোট ৯টি প্রতিষ্ঠান পিএসপি লাইসেন্সপ্রাপ্ত। রবি ও বাংলালিংক অনুমোদন পেলে দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন আর্থিক খাত-সংশ্লিষ্টরা।
শিরোনাম
- এক যুগ পরও ফেরেনি ওয়ালীউল্লাহ-মুকাদ্দাস, ইবিতে মানববন্ধন
- শিক্ষার্থীদের আস্থা অর্জনে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য: বাউবি উপাচার্য
- একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল
- মেহেরপুরে দীর্ঘ ১৭ বছর পর জেলা বিএনপির সম্মেলন
- কসবায় শিক্ষার্থীকে ইভটিজিং, যুবকের এক বছরের কারাদণ্ড
- ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
- ‘জামায়াত দেশপ্রেমিক দলকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে’
- মাইলস্টোন ট্র্যাজেডি : তদন্ত কমিশনের মেয়াদ এক মাস বাড়লো
- ভাঙ্গা উপজেলা বিএনপির ২৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
- এশিয়া কাপ হকিতে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
- অভিবাসীদের নাউরু পাঠাতে চুক্তি অস্ট্রেলিয়ার
- ডাকসু নির্বাচন : ঢাবিতে ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
- নির্বাচন বানচালের প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে : সরকারের বিবৃতি
- ইউক্রেন ইস্যুতে পুতিনের ওপর চাপ বৃদ্ধির অঙ্গীকার ফ্রান্স-জার্মানির
- ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
- তিন মাস পর ফের সুন্দরবনের দুয়ার খুলছে সোমবার
- ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে : প্রেস সচিব
- ‘জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি যাচাই বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে’
- রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত
- নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রবিবার
রবি ও বাংলালিংকের ডিজিটাল ওয়ালেট অনুমোদনের অপেক্ষায়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর