মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ব্লগার-এ অশ্লীলতা নিষিদ্ধ করল গুগল

ব্লগার-এ অশ্লীলতা নিষিদ্ধ করল গুগল

জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম 'ব্লগার' -এ অশ্লীলতা বা যৌনতা ঠেকাতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে গুগল। ঠিক হয়েছে, এবার থেকে ব্লগার-এ অশ্লীল গদ্য বা ছবি প্রকাশ করা যাবে না। আগামী ২৩ মার্চ থেকে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ মার্চ থেকে অনলাইনে সবার দেখার জন্য অশ্লীল ছবি, যৌনতা উদ্দীপক ভিডিও, গ্রাফিকসের মাধ্যেমে প্রদর্শিত নগ্ন ছবি ব্লগার-এ দেখানো যাবে না। জানা গেছে, আর কিছু দিনের মধ্যে নতুন কনটেন্ট নীতিগুচ্ছ আনতে চলেছে গুগল। তার দৌলতে যে সব ব্লগে যৌনতাপূর্ণ গদ্য অথবা ছবি রয়েছে, সেই সব ব্লগ মুছে না ফেলে সেগুলো 'ব্যক্তিগত' হিসেবে চিহ্নিত করে দেওয়া হবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কনটেন্ট শুধু ব্লগের স্বত্বাধিকারী ও অ্যাডমিন দেখতে পাবেন। এ ছাড়া এই ব্লগ যাদের সঙ্গে ব্লগার অ্যাকাউন্টের মালিক শেয়ার করবেন, তারাই কেবল দেখতে পাবেন। গুগলের নয়া নীতি অনুযায়ী, যারা নিজেদের ব্লগ পুরোপুরি সরিয়ে নিতে চান, তারা ডটএক্সএমএল ফাইল আকারে তা এক্সপোর্ট করতে পারবেন বা গুগল টেক আউটের সাহায্য নিয়েও ছবি ও টেক্সট সরিয়ে নেওয়া যাবে। অবশ্য, শিক্ষা, শিল্প, তথ্যচিত্র ও বিজ্ঞান বিষয়ক ভিডিও ও ছবির ক্ষেত্রে তা ব্লগারে রাখার অনুমতি দেবে গুগল। আপাতত ব্লগার সেটিংস-এ 'প্রাপ্তবয়স্ক' চিহ্নিত করে রাখলে যৌনতাপূর্ণ কনটেন্ট রাখার সুযোগ দেয় গুগল। গুগল কর্তৃপক্ষের বক্তব্য, পর্নোগ্রাফি দেখিয়ে অর্থ উপার্জন রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণেই সংস্থার নীতিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। গুগলের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এবার হয়তো অশ্লীলতা কিছুটা কমবে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তির অগ্রযাত্রা। আর এ অগ্রযাত্রাকে কেউ কেউ বাধাগ্রস্ত করছে অশ্লীলতা ও যৌনতাকে পুঁজি করে। এ কারণেই গুগল এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

 

সর্বশেষ খবর