ভয়াবহ ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া মেক্সিকোতে সর্বোচ্চ শক্তি নিয়ে আঘাত হেনেছে। পাঁচ মাত্রার ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৬৬ কিলোমিটার (১৬০মাইল/ঘণ্টা) বাতাসের বেগ নিয়ে শুক্রবার মেক্সিকোর উত্তরপূর্ব উপকূলের মানজানিলো এলাকায় আঘাত হানে। এতে গাছপালা উপড়ে যায় এবং রাস্তায় দাঁড় করিয়ে রাখা গাড়ি উড়ে যায় বলে খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড়ের আতঙ্কে উপকূলীয় এলাকা ও সমুদ্রতটের রিসোর্টগুলো থেকে হাজার হাজার মানুষ সরে গেছেন।
ঘূর্ণিঝড়ের কারণে মেক্সিকোর পশ্চিম উপকূলীয় এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বিশ্ব জলবায়ু সংস্থা (ডব্লিউএমও) প্যাট্রিসিয়াকে ২০১৩ সালে ফিলিপাইনে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানের সঙ্গে তুলনা করছে।
হাইয়ানের তাণ্ডবে ৬৩০০ মানুষের মৃত্যু হয়েছিল।
প্যাট্রিসিয়ার প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতে আকস্মিক বন্যা হচ্ছে।
মেক্সিকোর জনপ্রিয় পর্যটন এলাকা পুয়ের্তো ভ্যালার্তা ও অন্যান্য উপকূলীয় এলাকার হোটেলগুলো বন্ধ করে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
অস্থায়ীভাবে তৈরি করা ডরমেটরিগুলোতে পর্যটকরা আশ্রয় নিয়েছেন।
ঘূর্ণিঝড়রটি আঘাত হানার পর প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে বলা হয়েছে, পশ্চিম মেক্সিকোর পর্বতগুলোতে বাধা পেয়ে শনিবারের মধ্যে প্যাট্রিসিয়া দুর্বল হয়ে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ পর্যন্ত পশ্চিম গোলার্ধে রেকর্ড করা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে প্যাট্রিসিয়াই সবচেয়ে শক্তিশালী। এ ধরনের নজিরবিহীন ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন তারা।- রয়টার্স
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৫/ এস আহমেদ