ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে উইকিলিয়াস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আনীত অভিযোগে তার পক্ষেই রায় দিয়েছে জাতিসংঘ প্যানেল। সুইডেনে যৌন হয়রানির এক মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া এড়াতে লন্ডনস্থ ইকুয়েডরের দূতাবাসে ২০১২ সালে রাজনৈতিক আশ্রয় চান অ্যাসাঞ্জ। এরপর থেকে তিনি দূতাবাসটির ভেতরেই অবস্থান করছেন। ২০১৪ সালে জাতিসংঘের স্বেচ্ছাচারী আটকবিষয়ক এক ওয়ার্কিং গ্রুপের [ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আর্বিট্রারি ডিটেনশন] নিকট অ্যাসাঞ্জ অভিযোগ করেন যে, ইকুয়েডরের দূতাবাস ছাড়তে গেলেই ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করবে। অার এ অভিযোগের প্রেক্ষিতেই অ্যাসাঞ্জের পক্ষে ওই রায় দিলো প্যানেলটি। এ রায়ের ফলে ব্রিটিশ পুলিশ কর্তৃক কোনো ধরনের হয়রানির মুখোমুখি হওয়া ছাড়াই ইকুয়েডরের দূতাবাস ছাড়তে তার আর কোনো বাধা রইলো না। খবর দ্য ইন্ডিপেনডেন্টের
ইউএন প্যানেল যদি অভিযোগটির বিপক্ষে রায় দেয় তাহলে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার মেনে নিবেন বলে এর আগে আজ বৃহস্পতিবার জানিয়েছিলেন মি. অ্যাসাঞ্জ। আর অভিযোগের পক্ষে রায় দিলে আগামীকাল শুক্রবারই দূতাবাসটি ছেড়ে অন্যত্র চলে যাবেন বলেও তিনি জানান।
ব্রিটিশ সরকার তার পাসপোর্ট ফেরত দিবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা।
এক নারীকে যৌন হয়রানির অভিযোগে সুইডেনে ২০১০ সালে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় জিজ্ঞাসাবাদ করতেই দেশটির পুলিশ তাকে চায়।
বিডি-প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ