বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমে বৃহস্পতিবার ব্যারেলপ্রতি ২৭ ডলারের নিচে নেমে এসেছে। তেলের এ দাম গত প্রায় ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। খবর এএফপির।
এর আগে ২০০৩ সালের মে মাসে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম সর্বশেষ ২৬ ডলারের নিচে নেমেছিল। এরপর তেলের দাম বাড়তে থাকে। পরবর্তীতে নানা সময়ে তেলের দাম ওঠানামা করলেও ২৭ ডলারের নিচে নামেনি।
বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমার কোন লক্ষ্মণ না থাকায় তেলের দামে পতন অব্যাহত আছে।
এর আগে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) মঙ্গলবার বিপুল পরিমাণ উদ্বৃত্ত ও বিশ্ব বাজারে চাহিদা কমে যাওয়ার প্রেক্ষিতে তেলের দাম আরও কমতে পারে বলে সতর্ক করে প্রতিবেদন প্রকাশ করে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে আরও নতুন মজুদ এবং তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকের সরবরাহ বৃদ্ধির খবরে আবারও তেলের দাম কমে যায়। ওপেক জানিয়েছে চলতি বছরের প্রথমার্ধে ধারণার চেয়ে অনেক বেশি জ্বালানি তেল সরবরাহ হবে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে দিনের লেনদেনের এক পর্যায়ে অপরিশোধিত তেলের দাম যা আগামী মার্চে সরবরাহ করা হবে, ব্যারেলপ্রতি ২৬ ডলার ৩২ সেন্টে নেমে আসে। পরে তা সামান্য বেড়ে ২৬ ডলার ৩৮ সেন্টে এসে দাঁড়ায়। এদিন ইউরোপের বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম যা আগামী এপ্রিলে সরবরাহ করা হবে, ব্যারেলপ্রতি আগের দিনের চেয়ে ৬৭ সেন্ট কমে ৩০ ডলার ১৭ সেন্টে নেমে আসে।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ