যুক্তরাজ্যকে `বিশেষ মর্যাদা` দিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর ভেতরে ব্রিটেনকে ধরে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রাসেলসে দুই দিনের বৈঠক শেষে শুক্রবার এই সিদ্ধান্ত হয়েছে জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইইউর সঙ্গে যুক্তরাজ্যের ঐক্য বজায় রাখতে তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবেন।
শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত খবরে আরও বলা হয়, নতুন সম্পাদিত এই চুক্তি শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে দেশটির মন্ত্রিসভায় এটি উপস্থাপন করা হবে। তবে সমালোচকেরা দাবি, এই ‘ফাঁপা’ চুক্তিতে সামান্য কিছু পরিবর্তন আসতে পারে।
নুতন চুক্তি অনুসারে ইউরোপীয় ইউনিয়নে `বিশেষ মর্যাদা` পাবে যুক্তরাজ্য। লন্ডন শহরের কল্যাণে ইউনিয়নের নিয়মনীতির বাইরে গিয়েও যেকোনো ব্যবস্থা নিতে পারবে তারা। এ সমঝোতার কারণে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি ধারার পরিবর্তন করতে হবে। ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবধান আরো কমিয়ে আনা বা মুক্ত চলাচলের উদ্যোগ নেওয়া হলেও সেটি যুক্তরাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এ ছাড়া কোনো দেশে যদি ইইউ থেকে আসা অভিবাসীদের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তাহলে নতুন অভিবাসীদের ক্ষেত্রে প্রথম সাত বছরের জন্য কল্যাণ ভাতা দেওয়া বন্ধ করে দিতে পারবে যেকোনো দেশ। অভিবাসী পরিবারগুলোর শিশুদের কল্যাণ ভাতা আপাতত বহাল থাকলেও ২০২০ সালের পর এটি কাটছাঁট হবে। তখন সংশ্লিষ্ট দেশের অর্থনীতি অনুযায়ী এই ভাতা দেওয়া হবে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, চুক্তি অনুসারে ইইউ জোটে বেশ কিছু সংস্কার আসছে। এতে সব দেশের সম্মতি পাওয়া গেছে।
জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলছেন, এসব সংস্কার ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যকে রাখার জন্যই।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব