ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বুধবার দুপুরে দিল্লিতে সুষমার সঙ্গে দেখা করেন তিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইট করে জানান, একটি মূল্যবান প্রতিবেশি রাষ্ট্র একজন গুরুত্বপূর্ণ বন্ধু। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত্ করেছেন।’ তবে এ বিষয়ে এর বেশি কিছু জানানো হয়নি।
তবে গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের পঞ্চগড়ে একজন হিন্দু পুরোহিতকে হত্যায় জড়িত সন্দেহে ৩ জেএমবি সদস্য গ্রেফতর হওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, তিন দিনের সরকারি সফরে গতকাল দুপুরে ভারতে আসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ওইদিন সন্ধ্যায় দিল্লির অভিজাত হোটেল তাজ প্যালেসে 'রাইসিনা সংলাপ'এ যোগ দেন মাহমুদ আলী। সেখানে বক্তৃতা দিতে গিয়ে বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) উপ-আঞ্চলিক জোটকে দক্ষিণ এশিয় অঞ্চলের জন্য গেম চেঞ্জার হিসেবে বর্ণনা করেন মাহমুদ আলী। তিনি বলেন, 'ভূ-কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনে অপরিহার্য হয়ে উঠেছে। এই সংযোগের ক্ষেত্রে বিবিআইএন একটি গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে।' গত বছরের জুনে দক্ষিণ এশিয়ার এই চার দেশের মধ্যে সড়কপথে পণ্য ও যাত্রীবাহী মোটরযানের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন নিয়েও যাতে চলাচল করতে পারে সেই লক্ষ্যে বিবিআইএন মোটর ভেকিক্যাল এগ্রিমেন্ট (এমভিএ) চুক্তি স্বাক্ষরিত হয়।
আজ রাইসিনা সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুষমা স্বরাজ। ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় ও দিল্লিভিত্তিক সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত 'রাইসিনা সংলাপ'এ স্বাগতিক দেশ ছাড়াও বিশ্বের ৪০টি দেশের প্রায় ৪৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
সংলাপের প্রথম দিন উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা, সিসিলি দ্বীপের সাবেক প্রেসিডেন্ট স্যার জেমস ম্যানচাম, ভারতের পররাষ্ট্রসচিব এস.জয়শঙ্কর প্রমুখ।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তঃযোগাযোগ, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন, তথ্য ও প্রযুক্তির বিকাশ, পানি, বিদুৎ ও জ্বালানি সহযোগিতা বিষয়ে আলোচনা হচ্ছে এই সংলাপে।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ