ট্রাকভর্তি ৫৭০ কোটি টাকা উদ্ধারের ঘটনায় ভারতের তামিলনাড়ু তোলপাড়। বিধানসভা নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে তিনটি কন্টেনারবোঝাই এই বিপুল পরিমাণ নগদ টাকা আটক করা হয়। এই টাকার উৎস ও তা কোথায় পাঠানো হচ্ছিল, খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। খবর সংবাদ প্রতিদিনের।
শনিবার সকালে তিরুপুর জেলা থেকে আটককৃত তিনটি ট্রাকের চালক ও সঙ্গীদের দাবি, ওই অর্থ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। অাভ্যন্তরীণ লেনদেনের জন্য তা কোয়েম্বাটোর থেকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের শাখায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় নথি পাওয়া যায়নি বলেই কমিশন সূত্রে খবর।
এই ঘটনার পর ওইদিন সন্ধ্যায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায়, ওই অর্থ তাদেরই। অন্ধ্রপ্রদেশে অর্থের সাময়িক সংকট কাটাতে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে ওই অর্থ পাঠানো হচ্ছিল। তাদের আরও দাবি, পুরো প্রক্রিয়াটি অনুমোদিত হলেও নির্বাচন কমিশন ভুল করে তা আটকে দিয়েছিল।
এদিকে, গোটা তামিলনাড়ু চষে ফেললেও দু’দিন বাদে যে ভোট তা বোঝার উপায় নেই। নেই কাট আউট, হোর্ডিং বা পোস্টার। মিছিল হলেও তা যাতে ভোটারদের সমস্যা তৈরি না করে সেদিকে সতর্ক দৃষ্টি রয়েছে রাজনৈতিক দলগুলোর।
অন্যদিকে, শুক্রবার সাংবাদিক সম্মেলনে ১০০ কোটি কালো টাকা উদ্ধারের হিসাব দিতে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা রাজেশ লাখনি বলেন, "ভোট ঘোষণার পর থেকেই কালো টাকার দিকে নজর দেওয়া হয়েছিল। এই টাকা ভোটারদের কাছেও যাচ্ছে বলে আমরা খবর পেয়েছি।" তবে আগের নির্বাচনগুলোর তুলনায় এখন এই প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে বলে দাবি তার।
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ আফরোজ