সিরিয়ায় বিমান অভিযানে শতাধিক আইএস জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে সিরিয়া সরকার৷ স্থানীয় সময় বুধবার সিরিয়া বিমান বাহিনী সালামিয়া এলাকায় হামলা চালায়। ইতোমধ্যে সালামিয়ার পূর্ব দিকের বেশ কয়েকটি এলাকাকে মুক্ত করেছে সিরিয়া সেনাবাহিনী।
সিরিয়ার সামরিক সূত্রে খবর, এ অভিযানে দায়েসের এক ডজনেরও বেশি সাঁজোয়া গাড়ি ধ্বংস হয়েছে। এছাড়াও, সিরিয়ার উত্তরে রাকা প্রদেশেও সরকারি বিমান বাহিনীর অভিযানে দায়েসের একটি কমান্ড সেন্টার ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। রাকায় দায়েসের সবচেয়ে শক্তিশালী আস্তানা রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ