মোদির ছবিকে বিশ্বের শীর্ষ অপরাধীদের তালিকায় দেখিয়ে ফৌজদারী মামলার মুখে পড়েছে গুগল। এলাহাবাদ জেলা আদালত নোটিশ পাঠিয়েছে মার্কিন এই টেক জায়েন্টের CEO ও এর ভারতীয় শাখার প্রধানকে।
জনপ্রিয় সার্চিং মেশিন গুগলে 'বিশ্বের শীর্ষ ১০ অপরাধী' লিখে সার্চ করায় উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। এই ঘটনায় তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গুগলকে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে, এই দাবি নিয়ে প্রথমে এলাহাবাদের সিভিল লাইন পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন আইনজীবী সুশীল কুমার মিশ্র। পুলিশ অভিযোগ নিতে না চাইলে, তিনি মামলা দায়েরের আর্জি জানিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হন। ২০১৫ সালের ৩ নভেম্বর তার আবেদন খারিজ করে দেয় আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজের এজলাসে রিভিশন অ্যাপ্লিকেশন করেন মিশ্র।
ওই তালিকা থেকে মোদির ছবি সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে, ক্যালিফোর্নিয়ার মাউন্টেনভিউ-তে কোম্পানির হেডকোয়ার্টারে একটি চিঠিও পাঠান তিনি। তবে কোম্পানির তরফে কোন জবাব আসেনি বলে অভিযোগ ওই আইনজীবীর।
ADJ মেহতাব আহমেদ এই ইস্যুতে লিগাল নোটিশ পাঠান গুগলের CEO ও কোম্পানির ভারতীয় শাখার প্রধানকে। এই ইস্যুতে গুগল ও তার সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়েরেরও নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার পরবর্তী শুনানি ৩১ অগাস্ট।
বিডি-প্রতিদিন/এস আহমেদ