সম্প্রতি বাংলাদেশের গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন ''জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তথা আইএসসহ অন্যান্য জঙ্গি সংগঠনের কর্মকাণ্ড, তৎপরতার ওপর ভারত সরকার খুব নিবিড়ভাবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করছে।''
বুধবার ভারতের লোকসভায় বিশ্বজুড়ে জঙ্গি তৎপরতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুষমা স্বরাজ আরও বলেন, ‘বাংলাদেশসহ প্রতিবেশি রাষ্ট্রে অবস্থিত ভারতীয় কর্মকর্তা ও ভারতবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকার সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, প্রয়োজন হলেই বিদেশে ভারতীয়দের নিরাপত্তার স্বার্থে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তথ্য বিনিময়ও করা হচ্ছে।
কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটের নিরাপত্তা ব্যবস্থা উন্নতির জন্য স্থানীয় সরকারের সঙ্গে পরামর্শ করা হচ্ছে বলেও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৬/মাহবুব