লিবিয়ায় একটি ফরাসি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে। এতে তিন ফরাসি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। 'বিপজ্জনক গোয়েন্দা অভিযান' চালানোর সময় এই সেনারা নিহত হন।
আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই ঘটনায় লিবিয়ার জাতিসংঘ-সমর্থিত সরকার বলেছে, তাদের (ফরাসি সেনা) উপস্থিতি জাতির (লিবিয়া) সার্বভৌমত্বের ‘লঙ্ঘন’।
এক বিবৃতিতে লিবীয় সরকার জানিয়েছে, ফরাসি সরকারের দেওয়া ঘোষণায় তারা অসন্তুষ্ট।
এর আগে বুধবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র স্টিফেন ল্য ফোল প্রথমবারের মতো নিশ্চিত করেন যে, লিবিয়ায় তাদের বিশেষ বাহিনী ছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ