লিবিয়ার ঐকমত্যের সরকার দেশটিতে ফরাসি সেনা উপস্থিতির কঠোর নিন্দা করেছে। লিবিয়ায় ফরাসি সেনারা অভিযান চালাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ নিন্দা জানানো হলো।
বুধবার ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে যে লিবিয়ায় এক অভিযানে তিন ফরাসি সেনা নিহত হয়েছেন। উপকূলীয় নগরী বেনগাজির দক্ষিণে মাগরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এ সব ফরাসি সেনা প্রাণ হারায়।
লিবিয়ার জাতীয় ঐকমত্যের সরকার বা জিএনএ ফরাসি সেনার উপস্থিতিকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। পাশাপাশি বিবৃতিতে দায়েশ বিরোধী লড়াইয়ে যে কোনো বন্ধু দেশের সহযোগিতাকে স্বাগত জানানো হবে বলেও উল্লেখ করা হয়। অবশ্য, এ ধরনের সহযোগিতা লিবিয়া সরকারে অনুরোধের ভিত্তিতেই করতে হবে বলে বিবৃতিতে পরিষ্কার ভাষায় জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ জুলাই ২০১৬/শরীফ