প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান ২৯ জন আরোহী নিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হয়েছে। আরোহীদের মধ্যে ছয়জন ক্রু রয়েছেন। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বিমানটি চেন্নাইয়ের তামবারাম বিমান ঘাঁটি থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিমান ঘাঁটি পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে আজ সকাল পৌনে ৯টায় এটি উড্ডয়ন করে। সকাল সাড়ে ১১টায় এটির নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার কথা ছিল। ভারতীয় নৌ, কোস্ট গার্ড ও বিমানবাহিনী একটি যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।
ভারতীয় বিমানবাহিনীতে একশটির বেশি রাশিয়ার তৈরি এএন-৩২ বিমান রয়েছে। এসব বিমান রিফুয়েলিং ছাড়াই টানা প্রায় ৪ ঘণ্টা উড়তে পারে।
বিডি-প্রতিদিন/২২ জুলাই ২০১৬/শরীফ