চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশে মুষলধারে বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া, পানিতে তলিয়ে গেছেন আরও ৩৪ জন। কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হেবেই প্রদেশের পশ্চিমাঞ্চলের জিনজিয়াং শহরে গত ১৯ ঘণ্টায় ৫৪৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ২০১৫ সালের সবোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ছাড়িয়ে গেছে। স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের ৩৮ হাজার ৭৫০ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
এছাড়া, বন্যার ফলে জিনজিয়াং শহরের বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ার পাশাপাশি টেলিযোগাযোগসহ অন্যান্য অবকাঠামোগত ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়েছে। একই সঙ্গে রাস্তা যান চলাচালের অনুপযোগী হয়ে পড়েছে।
বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৬/মাহবুব