আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের বিক্ষোভে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত দুই শতাধিক।
দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, শনিবার হাজারা সম্প্রদায়ের বিক্ষোভে হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। খবর আরটি।
টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে অনেক রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ইসমাইল কৌসি বলেন, অন্তত ৬০ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছে।
শনিবারের এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গত তিন সপ্তাহ আগে তালেবানের জঙ্গি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর সর্বশেষ এ হামলার ঘটনা ঘটলো।
বিডি প্রতিদিন/ ২৩ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন