জাপানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, রিখটার স্কেলে যার মাত্রা ৪.৫। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ২৮ মিনিটে দেশটির রাজধানীর টোকিওর কাছাকাছি এ ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো দেশটির টোগানি এলাকা থেকে ৩ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। এর গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৫৪.৯ কিলোমিটার।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৬/মাহবুব