গত মাসে যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতির পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪০১ বিলিয়ন ডলারে। গত বছরের একই সময়ের চেয়ে তা ২৭ শতাংশ বেশি বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের মাসিক রিপোর্টে আরও বলা হয়েছে, আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে এ বছর বাজেটে বরাদ্দকৃত অর্থের মাত্র ১ শতাংশ গৃহিত হলেও ব্যয় বেড়েছে ৪ শতাংশ। তবে, ব্যক্তিগত আয়ের বিপরীতে ট্যাক্সের পরিমাণ বেড়েছে সন্তোষজনকভাবে। অপরদিকে, কর্পোরেশনের ট্যাক্স হ্রাস পেয়েছে ১১ শতাংশ।
এ প্রসঙ্গে কংগ্রেসনাল বাজেট অফিস বলেছে, সেপ্টেম্বর তথা চলতি অর্থ বছরের শেষ মাস পর্যন্ত বাজেট ঘাটতির পরিমাণ ৫৩৪ বিলিয়ন ডলারে উঠতে পারে। আগের অর্থ বছরের তুলনায়, যা ১০০ বিলিয়ন ডলার বেশি।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৬/মাহবুব