আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিক্ষোভ সমাবেশ চলাকালে দুই দফায় বোমা হামলায় ৮০ জন নিহতের ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার। আজ রবিবার সারাদেশে শোক পালন করা হচ্ছে। খবর বিসিসির।
ইতিমধ্যে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। হামলার পর দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, আইএসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।
প্রসঙ্গত, কাবুলের দেহমাজাং সার্কেলের কাছে শনিবার এ হামলা চালানো হয়। ওই সার্কেলের কাছে বিদ্যুৎ সরবরাহ লাইন বদলের দাবিতে বিক্ষোভ সমাবেশটি করছিল সংখ্যালঘু শিয়াপন্থি হাজারা সম্প্রদায়ের হাজারো মানুষ। এতে ৮০ জন নিহতের পাশাপাশি ২ শতাধিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৬/মাহবুব