আফ্রিকার ভারত মহাসাগরীয় দ্বীপ দেশ মাদাগাস্কারের একটি বাড়িতে ঘরোয়া পার্টি চলাকালে অগ্নিকাণ্ডে ৩৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জনই শিশু।
দেশটির মধ্যাঞ্চলের ওই বাড়ির খড়ের চালে আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। তবে গত শনিবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটলেও তা সংবাদমাধ্যম জানিয়েছে সোমবার।
স্থানীয় পুলিশের মুখপাত্র হেরিলালাতিয়ানা আন্দ্রিয়ানারিভোসোনা জানান, খড়ের চালওয়ালা ওই বাড়িটিতে পার্টি চলাকালে ৩৯ জন ছিলেন। কিন্তু দুর্ঘটনায় প্রাণ হারান ৩৮ জনই।
তিনি বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে এটি একটি দুর্ঘটনা ছিল। পরবর্তী আইনি পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
বিডি প্রতিদিন/ ২৫ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন