ভারতে শিশুশ্রমের ওপর নতুন একটি বিল পাশ হলো। ১৪ বছরের কম বয়সীদের কাজে নিযুক্ত করলে দু’বছর পর্যন্ত কারাভোগের শাস্তি মিলতে পারে। গতকাল মঙ্গলবার লোকসভায় ‘শিশুশ্রম সংশোধন বিল’ পাশ করা হয়েছে। খবর সংবাদ প্রতিদিনের।
এর আগে গত ১৯ জুলাই রাজ্যসভায় এই বিল পাস হয়। ১৪ বছরের কম বয়সিদের কাজে নিযুক্ত করলে শাস্তির মেয়াদ হতে পারে ছ’মাস থেকে দু’বছর। একই সঙ্গে ২০ থেকে ৫০ হাজার টাকার আর্থিক জরিমানা। দ্বিতীয়বার এই আইন লঙ্ঘন করলে ১-৩ বছর জেল হতে পারে। যদিও বিলে বলা হয়েছে, স্কুলের ছুটির পর যদি কোনো শিশু তার পরিবারকে বাড়ির কাজে সাহায্য করে, তবে তা এই আইনের আওতায় পড়বে না। এছাড়া ১৪-১৮ বছর বয়সীদের কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না।
এদিকে, প্রস্তাবিত এই বিল নিয়ে সমালোচনা হচ্ছে। কারণ ‘বিপত্তিজনক’ কাজের ক্ষেত্রেই এই শাস্তি বলবৎ হবে বলা হয়েছে। কিন্তু কোন কাজ বিপত্তিজনক আর কোনটি নয়, তা পরিষ্কার করে বলা হয়নি। আগে অন্তত ৮৩ রকমের কাজকে বিপত্তিজনক হিসেবে ধরা হতো। কিন্তু এখন এ ধরনের কাজের সংখ্যা কমে দাঁড়িয়েছে তিনে। ফলে কনস্ট্রাকশন, গাড়ি সারানো, বিড়ি তৈরির কাজকে এখন আর বিপত্তিজনক কাজ হিসেবে ধরা হচ্ছে না। সেক্ষেত্রে এই কাজে কিশোরদের কাজে লাগাতেই পারেন কেউ। আর এখানেই তৈরি হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব। এসব ক্ষেত্রে নিয়োগকারী শাস্তির আওতায় পড়বেন কি না, তা নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ২৭ জুলাই, ২০১৬/ অাফরোজ