নগরায়ণের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা-ভাবনাই শুধু বদলে যায়নি, বদলে গেছে দায়িত্ব-কর্তব্য পালনের ধরনও। আজকাল দেশে দেশে ওল্ডহোম বা বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই চলেছে। সন্তানরা এখন আর বৃদ্ধ বাবা-মাকে নিজেদের কাছে রেখে দেখাশোনা করায় অনীহা প্রকাশ করে। এরকম মানুষকে শিক্ষা দিতে এক অভিনব পন্থা নিয়েছে চিনের হুয়াংফেং গ্রামের বাসিন্দারা। যে সন্তান বৃদ্ধ মা-বাবার দেখভাল করবে না, জনসমক্ষে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। ছবিসহ তার নামের অপপ্রচার চালানো হবে।
চিনের এমনই কিছু বৃদ্ধ মা-বাবা একসঙ্গে এই বিষয়টি জনসম্মুখে তুলে ধরেন যে, বয়সকালে সন্তানরা তাদের দেখাশোনা করেনি। সন্তানদের এই বিরূপ মনোভাবেই এমন ভাবনার সূত্রপাত। সন্তানরা যেন তাদের বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠেন তাই তারা এই পন্থা অবলম্বন করছেন।
চিনের আইনানুসারে, বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা করা সন্তানের কর্তব্য। কিন্তু তারপরও হাজারেরও বেশি বৃদ্ধ-বৃদ্ধা কোর্টে গেছেন তাদের সন্তানদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে।
প্রসঙ্গত, ২০১৩ সালে চিনে এক আইনে বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকা ও তাদের সঙ্গে প্রতিদিন দেখা করা— এই বিষয় দুটিকে বাধ্যতামূলক করা হয়েছে। সূত্র: এবেলা।
বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৬/ আফরোজ