২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি ব্রিটেন থেকে পালিয়ে সিরিয়ায় আইএসে যোগ দেওয়া দুই বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ তরুণীর একজন খাদিজা সুলতানা সম্প্রতি রাশিয়ার বিমান হামলায় মারা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন তার পারিবারিক আইনজীবী ব্যারিষ্টার তাসনিম আখঞ্জি।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানান, খাদিজা মারা গেছে কয়েক সপ্তাহ আগে। সিরিয়া থেকে পালিয়ে ব্রিটেনে আসার পথে রাক্কায় সে বিমান হামলার মুখে পড়ে। তবে মারা যাওয়ার সঠিক তারিখ জানা যায়নি।
ব্যারিষ্টার আখঞ্জি বলেন, যে কেউ মারা গেলে তার পরিবারের জন্য বিষয়টি অবশ্যই বেদনাদায়ক, বিষয়টি আরও দু:খজনক হয় যখন সে বয়সে তরুণ হয়। মেয়েটি ভালো ভবিষ্যতের অধিকারি হতে পারতো। খাদিজা সুলতানার পরিবারও ঘটনাটি জানার পর মুষড়ে পড়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ইষ্ট লন্ডনের বেথনালগ্রীন একাডেমীর তিন ছাত্রী পালিয়ে আইএসে যোগ দেয়। এরমধ্যে খাদিজা সুলতানা এবং শামীমা বেগম নামে দুই বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ কিশোরী ছিলো। ঘটনাটি তখন সারা বিশ্বে আলোড়ন তোলে।
ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ এবং স্কটল্যান্ড ইয়ার্ডের হিসাবে প্রায় ৬০০ ব্রিটিশ নাগরিক আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ