চিনে একটি বিদ্যুৎকেন্দ্রের পাইপলাইন বিস্ফোরণে কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবারের ওই বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শিনহুয়া নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
হুবেই প্রদেশের ওই দুর্ঘটনায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এক রিপোর্টে বলা হয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত বছরের আগস্ট মাসে বন্দর শহর তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণে ১৬৫ জন নিহত হওয়ার পর শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের ঘোষণা দিয়েছিল চিনা সরকার। ভয়াবহ ওই দুর্ঘটনার এক বছর পূর্তির মাত্র এক দিন আগেই আবারো ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ