থাইল্যান্ডে ১৫০ জন যাত্রীবাহী একটি পর্যটন নৌকা ডুবে অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
রোববার ব্যাংককের উত্তরের একটি শহরের মসজিদ ভ্রমণ শেষে পর্যটকদের নিয়ে নৌকাটি ফেরার পথে নদীর একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। খবর রয়টার্সের।
নিহতদের মধ্যে ৭ নারী, চার পুরুষ ও এক বালক রয়েছে। দুর্ঘটনায় অন্তত ৩৭ জন আহতও হয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।
বিডি প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম