প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমর্থিত ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া এবারের রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের আংশিক ফলাফল পাওয়া পর্যন্ত বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। রবিবার এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে এখন ভোট গণনা চলছে। মোট ভোটের ৭৫ শতাংশের ফলাফল এখন পর্যন্ত পাওয়া গিয়েছে। সেই ফলাফলের উপর ভিত্তি করে ইউনাইটেড রাশিয়া ৫৪ দশমিক ২ শতাংশ পেয়ে এগিয়ে রয়েছে।
অপরদিকে, ১৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছে ডানপন্থী দল এলডিপিআর এবং ১৪ দশমিক ২ শতাংশ পেয়েছে রাশিয়ান কমিউনিস্ট পার্টি। এছাড়া ৬ দশমিক ২ শতাংশ ভোট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ফেয়ার রাশিয়া।
ইউনাইটেড রাশিয়ার ভালো ফল অর্জনের কথা ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের নির্বাচনে অংশ নেয় ১৪টি দল। এর মধ্যে বাকি দশটি দল পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার মতো ভোট পায়নি। তবে প্রার্থীরা নিজ আসনে জয়ী হয়েছেন।
সূত্র: আরটি নিউজ, বিবিসি।
বিডি-প্রতিদিন/তাফসীর