জম্মু-কাশ্মীরের উরি সেক্টরের পর এবার কুপওয়ারা জেলার হন্দওয়ারার পুলিশ চৌকি লক্ষ করে হামলা চালাল জঙ্গিরা। সোমবার সন্ধ্যায় ওই পুলিশ চৌকি লক্ষ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। এসময় পালটা গুলি চালায় পুলিশও। তবে এ ঘটনায় এখন কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
লাইন অফ কন্ট্রোলের কাছেই ছিল হন্দওয়ারার পুলিশ চৌকি। এর আগে রবিবারই বরামুল্লার উরি সেনা ছাউনিতে পাকজঙ্গি হামলায় ১৮ সেনা সদস্য নিহত হয়েছেন।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৬/হিমেল