সিরিয়ার আলেপ্পো শহরের কাছে একটি ত্রাণবাহী গাড়িবহরে বিমান হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন।
সিরিয়ায় রুশ-মার্কিন উদ্যোগে প্রতিষ্ঠিত সপ্তাহকালের যুদ্ধবিরতি শেষ বলে সিরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা আসার কয়েক ঘণ্টার মাথায় সোমবারের এই বিমান হামলার ঘটনা ঘটে।
ত্রাণবহরে হামলার কথা স্বীকার করেছে জাতিসংঘ। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, তা জানায়নি সংস্থাটি।
জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, কমপক্ষে ১৮ থেকে ৩১টি ত্রাণবাহী ট্রাক হামলার শিকার হয়েছে। তবে তা বিমান হামলা কি না, নিশ্চিত নয়। ত্রাণবহরে কথিত বিমান হামলাকে ‘নির্মম আচরণ’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের ওই মুখপাত্র।
বিডি-প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন