গ্রিসের লেসবোস দ্বীপে মোরিয়া শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে তাঁবু ও অস্থায়ী ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাতে এ শিবিরটিতে আগুন লাগলে চার হাজারেরও বেশি আশ্রয়প্রার্থীকে সরিয়ে নেওয়া হয়।
দমকল বাহিনী আগুন লাগার ঘটনা তদন্ত করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এই অগ্নিকাণ্ডে তাঁবু ও অস্থায়ী ঘরগুলো পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর বিবিসির।
বিডি প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম