যুদ্ধকবলিত সিরিয়ার আলেপ্পো শহরের কাছে একটি মানবিক ত্রাণবহরে বিমান হামলার পর দেশটিতে সব রকমের ত্রাণ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জাতিসংঘ। খবর বিবিসির।
এই আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের এক চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন ভিযোগ করেছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রধান পিটার মোরার।
সোমবার ওই হামলায় ১২ জন লোক নিহত হয় বলে দাবি করেছেন সিরিয়ার মানবাধিকার কর্মীরা। এরপর রেডক্রসের ত্রাণসামগ্রী সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানান পিটার মোরার।
এর আগে আলেপ্পো এবং রাজধানী দামেস্কের উপশহরগুলোতে যুদ্ধ ছড়িয়ে যাওয়ায় রুশ-মার্কিন উদ্যোগে বলবৎ করা যুদ্ধবিরতিটি কার্যত ভেঙে পড়েছে। সেখানে বিমান হামলা ও কামানের গোলা বর্ষণও চলছে।
মঙ্গলবারই জাতিসংঘে রাশিয়া, আমেরিকা এবং অন্য শক্তিধর দেশগুলো সিরিয়া নিয়ে আলোচনা করবে, তবে যুদ্ধবিরতি আবার বলবৎ করা যাবে কিনা তা স্পষ্ট নয়।
বিডি-প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব