সিরিয়ার আলেপ্পোয় মানবিক ত্রাণবহরে বিমান হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে বিবিসি।
হোয়াইট হাউজ কর্তৃপক্ষ হামলার ঘটনাটিকে ‘ভয়াবহ মানবিক ট্র্যাজেডি’ উল্লেখ করে দাবি করেছে, ওই হামলায় রাশিয়ার দুইটি যুদ্ধ বিমান অংশ নিয়েছিল।
সোমবার ওই বিমান হামলায় ১২ জন নিহত হয়। এ ঘটনার পর সিরিয়ায় সব রকমের ত্রাণ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জাতিসংঘ।
নাম না প্রকাশ করার শর্তে এক মার্কিন কর্মকর্তার দাবি, উরাম আল-কুবরায় ত্রাণবাহী গাড়িবহরে হামলায় রাশিয়ার এসইউ-২৪ মডেলের দু’টি যুদ্ধবিমান অংশ নেয়।
যদিও যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। রুশ সরকারের দাবি, সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। এটি নিছক দুর্ঘটনা। যা অগ্নিকাণ্ডের জন্য হয়েছিল।
তবে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন বক্তব্য ভিত্তিহীন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
বিডি-প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব