ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন অপর নয় ব্যক্তি। বুধবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে গারুট জেলা। মঙ্গলবার রাতে পাশ্ববর্তী দুটি নদী প্লাবিত হওয়ায় ১৬ জনের মৃত্যু হয় এ জেলায়। নিখোঁজ হন আট জন।
বন্যার কারণে এক হাজার মানুষকে সেনাবাহিনীর ব্যারাক ও আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। সূত্র : ইয়াহু
বিডি প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা