কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে আমেরিকার নর্থ ক্যারোলিনা রাজ্যের মানুষ। গতকাল মঙ্গলবার বিকেলে নর্থ ক্যারোলিনার চার্লটে কেইথ ল্যামন্ট স্কট নামের এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে পুলিশ।
খবরটি ছড়িয়ে পড়ায় রাতেই ঘটনাস্থলের আশেপাশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে শত শত মানুষ। এসময় তারা 'ব্ল্যাক লাইফস ম্যাটার', 'নো জাস্টিস নো পিস' লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।
পরে পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। জনতা ও পুলিশের মুখোমুখি সংঘর্ষে এ পর্যন্ত ১২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সংঘর্ষে বিক্ষোভকারীরাও আহত হয়েছেন। তবে ঠিক কত জন আহত হয়েছেন তা এখনো জানা যায়নি। সূত্র : ডেইলি মেইল
বিডি প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা