ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয় সন্ত্রাসীকে আটক করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। জানা যায়, কেরালায় কান্নুর ও কজিখোদ জেলা থেকে এই ছয় সন্ত্রাসীকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আটককৃতদের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
সূত্রে আরো বলা হয়েছে, কেরালা ও তামিলনাড়ুর কয়েকজন সন্ত্রাসী দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা করছিল, এমন তথ্যের ভিত্তিতে এই ছয় সন্ত্রাসীকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার