হারিকেন ম্যাথিউর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ক্যারিবিয়ান অঞ্চল হাইতি। মাটির সঙ্গে মিশে গেছে হাজার হাজার ঘরবাড়ি। ১৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। উপড়ে পড়েছে বড় বড় গাছপালা। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪২ জনে। এ সংখ্যা বেড়েই চলেছে। এ ক্ষত কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লেগে যাবে বলে মনে করছে হাইতি প্রশাসন।
হারিকেন ম্যাথিউর আঘাতে হাইতির জেরেমি শহরের ৮০ ভাগ বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। Photo Credit: Carlos Garcia Rawlins/Reuters
ম্যাথিউর আঘাতে প্রাণ হারানো শত মানুষের একজন। Photo Credit: Orlando Barria/European Pressphoto Agency
হারিকেনের আঘাতে মৃতদের কফিন নিয়ে লা দিগু নদী পার হওয়ার চেষ্টা করছে উদ্ধারকারীরা। Photo Credit: Orlando Barria/European Pressphoto Agency
ম্যাথিউর আঘাতে ক্যাম্প পেরিনে ধ্বংসপ্রাপ্ত গির্জা।Photo Credit: Dieu Nalio Chery/Associated Press
জেরেমিতে নিহতদের মৃতদেহ পোড়ানো হচ্ছে। Photo Credit: Carlos Garcia Rawlins/Reuters
ঝড়ের পরে হাইতিতে চলছে খাদ্যসংকট। ফুটপাতে খাদ্য বিক্রি করছেন এক নারী। Photo Credit: Andres Martinez Casares/Reuters
হাইতিতে ঝড়ে অন্তত ২০ হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে। Photo Credit: Carlos Garcia Rawlins/Reuters
বিডি-প্রতিদিন/এস আহমেদ