ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়নের মধ্যেই কাশ্মীর নিয়ে প্রস্তাব পাশ করল পাকিস্তানের পার্লামেন্ট। ভারতের সার্ক বৈঠক বয়কট ও সার্জিক্যাল স্ট্রাইকের পরে পার্লামেন্টের যৌথ অধিবেশন ডাকেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, পাকিস্তানের পার্লামেন্টে কাশ্মীর সংক্রান্ত প্রস্তাবটি সর্বসম্মতিতেই পাশ হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, কাশ্মীর ভারতের অঙ্গ নয়, একটি বিতর্কিত এলাকা। ভারত সরকার বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে সেখানকার মানুষদের ওপর ‘অত্যাচার’ চালাচ্ছে। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক দুনিয়া সরেজমিনে তদন্ত করে দেখুক।
পাকিস্তান পার্লামেন্ট কাশ্মীরের বিষয় নিয়ে ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছে। নেতাদের মুক্তির দাবিও তুলেছে তারা।
কাশ্মীর প্রশ্নে একমত হলেও কূটনীতির ব্যর্থতার অভিযোগে শরিফকে দোষারোপ করেছে প্রধান বিরোধী দল পিপিপি। তাদের অভিযোগ, শুধু ভারত নয়, সার্কের চারটি দেশ পাকিস্তানে ডাকা সার্কের বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে। এটা আগাম বুঝতেও ব্যর্থ হয়েছে সরকার।
যৌথ অধিবেশন বয়কট করেছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। ইমরানের অভিযোগ, নওয়াজ শরিফ সব দিক থেকেই ব্যর্থ হয়েছেন। পার্লামেন্টের যৌথ অধিবেশন ডাকারও যুক্তি নেই।
বিডি প্রতিদিন/৮ অক্টোবর, ২০১৬/ফারজানা