ইয়েমেনের রাজধানী সানায় একটি শেষকৃত্য অনুষ্ঠানে বিমান হামলায় ১৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শতাধিক। স্থানীয় সময় শনিবার বিকালে এ দেশটির আল-খামসিন সড়কে একটি হল রুমে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আল-জাজিরা।
তবে, ৮২ জনের মৃত্যুর জানিয়েছেন বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, হুথি সমর্থিত সরকার দাবি করেছে, সৌদি জোট এ হত্যাযজ্ঞ চালিয়েছে। তবে, জোটের পক্ষ থেকে এ হামলার কথা অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, অন্য কেউ এই হামলা চালিয়েছে।
২০১৪ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এদিকে, বিমান হামলার ঘটনায় ক্ষুব্ধ ও শোক প্রকাশ করেছে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী এবং ইয়েমেনের এনজিও সম্প্রদায়। জাতিসংঘের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর, ২০১৬/মাহবুব