স্বাধীন রাজ্য হিসেবে ভারতের তেলেঙ্গানার আত্মপ্রকাশে আপ্লুত রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেই কারণে দেবী ভদ্রকালীকে স্বর্ণের মুকুট গড়িয়ে দিয়ে কৃতজ্ঞতা জানাবেন বলে ঠিক করেছেন।
স্বাধীন রাজ্যের দাবিতে দীর্ঘ লড়াইয়ের পর গত দুই বছর আগে ভারতের ২৯তম রাজ্য তেলেঙ্গানা শাসনের ভার হাতে নেন কে চন্দ্রশেখর রাও। কিন্তু স্বাধীনতা প্রাপ্তির পিছনে দৈব ভূমিকার কথা সারাক্ষণ তাকে কৃতজ্ঞতা পাশে বেঁধে রেখেছে। তাই কৃতজ্ঞতাবশত এবার দেবীকে সোনার মুকুট গড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
জানা গেছে, ১১.৭ কেজি ওজনের স্বর্ণমুকুটের দাম পড়েছে ৩.৭ কোটি রুপি। দেবীর মাথার মাপ অনুযায়ী তা তৈরি করা হয়েছে। বলা বাহুল্য, মুকুটের গোটা খরচ সরকারি কোষাগারই বহন করেছে।
শুক্রবার রাতে নির্মাতার কারখানায় গিয়ে দেবীর মুকুটটি সরেজমিনে দেখে এসেছেন মুখ্যমন্ত্রী রাও। ৯ অক্টোবর নবরাত্রি উপলক্ষে ওয়ারাঙ্গল মন্দিরে গিয়ে নিজে হাতে তা দেবীর মাথায় পরানোর ইচ্ছা রয়েছে তার।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর, ২০১৬/মাহবুব