মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা থকে সরে দাঁড়াবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।
২০০৫ সালে তৈরি একটি ভিডিও টেপ গত শুক্রবার প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেখানে টেলিভিশন উপস্থাপক বিলি বুশকে উদ্দেশ্যে করে ট্রাম্পকে বলতে শোনা গেছে, "তুমি যখন একজন তারকা তখন মহিলাদের সাথে তুমি যা খুশী তাই করতে পারবে"।
এছাড়া, ট্রাম্প একজন বিবাহিত নারীরসঙ্গে যৌনকর্ম করার এবং অন্যান্য নারীদেরকে চুমু দেবার ও তাদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থান স্পর্শ করবার বড়াই করছিলেন। এরপরই দলের উচ্চপদস্থ নেতারা তাকে সরে দাঁড়ানোর চাপ দিচ্ছেন।
টেপ ফাঁস হওয়ার পর অন্তত ১০ রিপাবলিকান সিনেটর তাকে ভোট না দেওয়ার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তাকে সরে দাঁড়নোর কথা বলেছেন।
এই দলে আছেন গত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইসও।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর, ২০১৬/মাহবুব