যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিউ-এর আঘাতে ১০ জনের প্রাণহানি হয়েছে। খবর বিবিসির।
নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় ৩ জন মারা গেছেন বলে জানিয়েছেন গভর্নর প্যাট ম্যাকক্রোরি। তিনি 'ম্যাথিউ'কে খুব মারাত্মক ঝড় বলে অভিহিত করেছেন।
এদিকে, জর্জিয়ার দুটি গাছ একটি বাড়ির উপর ধসে পড়লে আরও ৩ জনের মৃত্যু হয়। এছাড়া ফ্লোরিডায় আগেই ৪ জন প্রাণ হারিয়েছেন।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে আঘাত হানা এক দশকের মধ্যে সবচেয়ে বড় ঘূণিঝড় হলো ম্যাথিউ। ইতিমধ্যে হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এক মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিনযাপন করছেন।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর, ২০১৬/মাহবুব