ভারতীয় বেসরকারি টেলিভিশন এনডিটিভি একদিনের জন্য সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের ঘটনা সরাসরি সম্প্রচারের অভিযোগে টেলিভিশনটিকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আগামী ৯ নভেম্বর এনডিটিভির সম্প্রচার ২৪ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
শুক্রবার (০৪ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
খবরে বলা হয়, সম্প্রচার নীতি অমান্য করে গত জানুয়ারিতে পাঠানকোটের বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলা এবং তার পরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালিত অভিযান সরাসরি এনডিটিভিতে দেখানো হয়। এমন সংবেদনশীল খবর প্রকাশের অপরাধে চ্যানেলটিকে শাস্তিস্বরূপ এই নির্দেশ দেওয়া হয়।
এদিকে এ আদেশে সমালোচনার ঝড় বইছে ফেসবুক, ট্যুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এনডিটিভি একদিন বন্ধের সিদ্ধান্তকে অনেকেই স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ বলে অভিহিত করেছেন।
পৌলভী দাস নামের একজন ফেসবুকে লিখেছেন, সকল সত্য মানুষের সামনে তুলে আনাই সংবাদ মাধ্যমের কাজ। এনডিটিভি তাদের নৈতিক দায়িত্ব পালন করেছে। এ কারণে টিভি চ্যানেলটি একদিন বন্ধ করার সিদ্ধান্ত সকল গণমাধ্যমের ওপর অনৈতিক আক্রমন। আশা করছি সরকার এ সিদ্ধান্ত ফিরিয়ে নেবে।
এভাবে অনেকেই এনডিটিভি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, এ সিদ্ধান্তের মাধ্যমে সরকার প্রমাণ করলো তারা কিছু ধামাচাপা দিতে চাইছে।
রুদবা কিশোর নামে একজন লিখেছেন, গত জানুয়ারি মাসের ঘটনায় এখন এ সিদ্ধান্ত কেন নেওয়া হলো? নিশ্চয়ই সরকারের উপর মহলের কারও সঙ্গে টেলিভিশন কর্তৃপক্ষের ঝামেলা হয়েছে। এছাড়া যখন সম্পচার করা হলো তখন কেন নিষেধ করা হলো না?
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১৬