সিরিয়ার আলেপ্পোতে রাশিয়া ঘোষিত একতরফা অস্ত্রবিরতি শুক্রবার শুরু হচ্ছে। নগরীর পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর অবরুদ্ধ অবস্থা ভেঙে ফেলতে বিদ্রোহীরা হামলা জোরদার করা সত্ত্বেও তারা এ অস্ত্রবিরতি ঘোষণা করে।
সিরিয়ার মিত্র দেশ রাশিয়া আজ শুক্রবার জানায়, আজ গ্রিনিচ সময় সকাল ৭টায় এটি কার্যকর হবে। মস্কো বুধবার মানবিক দিক বিবেচনা করে ১০ ঘণ্টার জন্য অস্ত্রবিরতি ঘোষণা করে।
এক মাসেরও কম সময়ের মধ্যে এটি রাশিয়ার দ্বিতীয় অস্ত্রবিরতির ঘোষণা। এর আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চল ছেড়ে যেতে বেসামরিক নাগরিক ও বিদ্রোহীদের বিদ্রোহীদের উৎসাহিত করতে অক্টোবর মাসের শেষ নাগাদ তিন দিনের অস্ত্রবিরতি ঘোষণা করলেও তা ব্যর্থ হয়।
আলেপ্পো নগরী পুনর্দখলে রাশিয়ার সহযোগিতায় মাসব্যাপী সামরিক অভিযানের পর গত ২০ অক্টোবর সেখানে মানবিক অস্ত্রবিরতি ঘোষণা করা হয়। মাসব্যাপী ওই অভিযানে কয়েকশ’ বেসামরিক নাগরিক নিহত ও স্বাস্থ্য সেবা ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়। এতে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠে।
সিরিয়ার এক সময়ের বাণিজ্যিক কেন্দ্র আলেপ্পো ২০১২ সালের মাঝামাঝি সময়ে বিভক্ত হয়ে পড়ে। এ সময় নগরীর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের এবং পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ সরকারি বাহিনী হাতে চলে যায়।
রাশিয়ার চিফ জেনারেল স্টাফ ভেলারি জারাসিমভ জানান, আলেপ্পোর পূর্বাঞ্চলে অপ্রত্যাশিত হতাহতের ঘটনা এড়াতে সেখান থেকে বেসামরিক নাগরিক ও বিদ্রোহীদের চলে যাওয়ার সুযোগ করে দিতেই শুক্রবারের এ অস্ত্রবিরতি দেয়া হয়েছে।
এদিকে বিদ্রোহীরা সরকারি বাহিনীর অবরুদ্ধ অবস্থা ভেঙে ফেলার লক্ষ্যে প্রায় এক সপ্তাহ ধরে সেখানে ব্যাপকভাবে লড়াই করে আসলেও এখন পর্যন্ত আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় সরকারি বাহিনীর অবস্থানে আঘাত হানতে পারেনি।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-৯