১৯৮৪ সালে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি শরণার্থী শিবির থেকে আফগান গার্ল নামে পরিচিত শরবত বিবির সেই ছবিটি তোলেন ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি। আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় শিশু বয়সে পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন শরবত বিবি।
ছবিটি ছাপা হওয়ার ১৭ বছর পর তাকে আবার খুঁজে পাওয়া যায় আফগানিস্তানের তোরা বোরা এলাকায়। মাঝে কিছুদিন আফগানিস্তানে বসবাস করলেও পরবর্তীতে তিনি পাকিস্তানে এসে বসবাস শুরু করেন। তবে ভুয়া কাগজপত্রের কারণে কয়েকদিন আগে দোষী সাব্যস্ত হন ওই নারী। পাঠানো হয় পাকিস্তানের জেলে, করা হয় জরিমানাও।
জেল থেকে ছাড়া পাওয়ার পর আগামী সোমবার তাকে নিজের দেশ আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছেন শরবত বিবির আইনজীবী।
গত ২৩ অক্টোবর শরবত বিবিকে পেশোয়ারে গ্রেফতার করা হয়। এর আগে কাগজপত্র জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে দুই বছর ধরে তদন্ত চলে। জানা গেছে, দেশে ফিরলে তার সঙ্গে দেখা করবেন সে দেশের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-৮